• April 192025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে নিউজপেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে নিউজপেপার অলিম্পিয়াড সেশন-৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) স্টুডেন্ট ফোরাম পুণ্ড্র ইউনিভার্সিটি চ্যাপ্টারের আয়োজনে নিউজ পেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ১৯ এপ্রিল ২০২৫ শনিবার সকালে অনুষ্ঠিত নিউজ পেপার অলিম্পিয়াডে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশতাধিক শিশু, কিশোর ও তরুণ শিক্ষার্থী পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। নিউজপেপার অলিম্পিয়াড এক্সাম পর্বটি শুরু হয় সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০ তলা ভবনের ৫ম তলায়। কুইজ, আলোচনা ও পুরস্কার বিতরণী প্রভৃতি পর্বে সাজানো হয়েছিল এই নিউজপেপার অলিম্পিয়াড সেশন-৪ আয়োজনটি। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বেসিস স্টুডেন্ট ফোরাম, পিইউবি চ্যাপ্টারের কনভেনার মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং কো-কনভেনার খাদিজা ইসলাম জ্যোতি ও ইথার ইশরাক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, প্রভোস্ট (ছাত্র হল) মোঃ গোলাম মোস্তফা এবং সিএসই বিভাগের শিক্ষক নাহিদ হাসান।

Related Events